The city in India that stops for 52 seconds every morning

ঘড়িতে সাড়ে ৮টা বাজলেই থেমে যায় পুরো শহর। যিনি যে কাজেই থাকেন বা কাজ যত গুরুত্বপূর্ণই হোক, সবাই সব কাজ বন্ধ করে দেন। ওই সময়ে এমনকি রাস্তায় গাড়ি চললেও ট্রাফিকের সিগন্যাল ছাড়াই সবাই দাঁড়িয়ে পড়েন। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা শহরে এমনি নিয়মের প্রচলন রয়েছে। সকাল সাড়ে ৮টার সময় শহরজুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। ৫২ সেকেন্ড ধরে চলতে থাকে এটি।

এ সময় বাজার থেকে শুরু করে ব্যস্ত রাস্তা, পথচারী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সবাই নিজেদের জায়গায় স্যালুট করে দাঁড়িয়ে পড়েন। এটি ওই নালগোন্ডা শহরের প্রতিদিনকার দৃশ্য।  শহরের ১২টি প্রান্তে মাইকের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে শহরে। ‘জনগণ মন উৎসব সমিতি’র সভাপতি কার্নাতি বিজয়কুমার বন্ধুদের সাহায্যে শহরে এই নিয়ম চালু করেছেন। বিজয়কুমারের দাবি, এর মাধ্যমে মানুষের মনে দেশপ্রেম বাড়ে।

৭ হাজার ১২২ বর্গ কিলোমিটার এই শহরের জনসংখ্যা প্রায় ১৬ লাখ ১৮ হাজার ৪১৬।