Bayern celebrate after scoring against Viktoria Plzen
ভিক্টোরিয়া প্লাজেনকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার রাতে এলিয়েঞ্জ এরেনায় প্লাজেনকে ৫-০ গোলে হারায় জার্মান ক্লাবটি।ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল করেন সাদিও মানে, সের্গে জিনাব্রি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। করোনা আক্রান্ত হওয়ায় জশুয়া কিমিখ, থমাস মুলার খেলেননি।
এমন জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান দখলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ড গড়েছে জুলিয়েন নাগেলসম্যানের দল। রিয়াল মাদ্রিদের রেকর্ড পেছনে ফেলে এখন এই টুর্নামেন্টে গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন।রাতের ম্যাচটিতে প্লাজেনের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বায়ার্ন। ম্যাচে ৭১ ভাগ বলই ছিল তাদের দখলে। খেলা শুরুর সাত মিনিটের মাথায় লেরয় সানের গোলে এগিয়েছেন বায়ার্ন।