6.5 magnitude earthquake hits Mexico

মেক্সিকোতে ভয়াবহ ভূকম্পন অনূভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে মেক্সিকোর মিচোয়াকানে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ এই ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। খবর সিজিটিএন ও ওয়াচারস ডট নিউজের ভূমিকম্পের কেন্দ্র ছিল ৩৯.৩ কিলোমিটার (২৪.৪ মাইল) দূরে। কয়েকটি শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবরে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ঠিক একই এলাকায় ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার তিন দিন পরই আবার এমন ঘটনা ঘটল।

ইউএসজিএস ভূমিকম্প সম্পর্কিত মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। তবে এখনো কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলের জনসংখ্যা এমন কাঠামোতে বসবাস করে যা দুর্বল এবং ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণের মিশ্রণ।

এই এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভূমিধসের মতো বিপদ সৃষ্টি করেছে, যা ক্ষতির কারণ হতে পারে।