What Messi said after winning the match
বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে ১ গোল। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।
ম্যাচশেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক মেসি। তিনি বলেন, এটি শক্ত এবং কঠিন একটি ম্যাচ ছিল। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে।
মেসি আরো বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এর পর দুটি গোল হয়ে যায়। এর পর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটি বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়া।
আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।