Accused in Jubo Dal leader Didar's murder case arrested after a decade!

লক্ষ্মীপুরে যুবদল নেতা শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম হত্যার একযুগ পর মো. হিরন ভূঁইয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন  বিষয়টি জানিয়েছেন। হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১২ সালের ৩০ অক্টোবর জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও খালেদা জিয়ার সাবেক প্রধান নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) আবদুল মজিদের অনুসারীদের মধ্যে উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন সংঘর্ষে দিদার নিহত হন। এ ঘটনায় পরদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে কর্নেল মজিদসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, দিদার হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওসি মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি হিরনকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছে।