A man was hacked to death in the south of the capital

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণখানের নর্দ্দাপাড়ার তালতলায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, শাজাহান নামে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনি ফোর্স নিয়ে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, নিহত শাজাহান স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী, প্রকাশ্যে সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।