Mirza Fakhrul on stage at a public rally in Rajshahi


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই সমাবেশের মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশের মূল মঞ্চ ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষজন ছড়িয়ে পড়েছে।

সমাবেশস্থল ও আশপাশ ঘুরে দেখা গেছে, সমাবেশকে ঘিরে মামলা, গ্রেপ্তারে দীর্ঘদিন কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে¡ শুরু হয়।
বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশে আসতে পরিবহন-সংকট এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এ অবস্থাতেই নানা কৌশলে সমাবেশে যোগ দিতে রাজশাহীতে ঢোকেন তারা।