A minute's silence observed at AL board meeting in memory of Queen Elizabeth
সদ্য প্রয়াত যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশে রাত) শারীরিক অসুস্থতা ক্রমেই জটিল হতে থাকলে রানির স্বাস্থ্য নিয়ে ব্রিটেনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।