Farewell and prayers held for 5th grade students at Chandipur, Ramganj
Abu Taher, Ramganj Correspondent:
লক্ষ্মীপুরের রামগঞ্জের পূর্ব চন্ডিপুর সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় হল রুমে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবর্ধনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পূর্ব চন্ডিপুর সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিএস নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা জেসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সুরাইয়া আক্তার শিউলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, সাংবাদিক আবু তাহের, বেলায়েত হোসেন বাচ্চু,রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,রামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নজির আহম্মেদ, স্থানীয় ইউপি মেম্বার মোঃ রেজাউল করিম তছলিম মোল্লা, অভিভাবক সদস্য মোঃ আবদুল হান্নান মোল্যা,সবেক অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।