Two and a half maunds of jatka along with electric net seized in Ramgati

Lakshmipur:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আড়াই মণ (১০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, রামগতির কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে জাটকা ধরার সময় ১০ হাজার মিটার করেন্ট জাল ও আড়াই মণ জাটকা জব্দ করা হয়। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ হওয়া জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করাসহ অবৈধ জালগুলো আলেকজান্ডার লঞ্চঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।