National Party Upazila Day celebrated in Raipur

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য র্যালী করে উপজেলা দিবস পালন করেছে জাতীয়পার্টি।

সোমবার সকালে (২৩ অক্টোবর) জাতীয়পার্টির নেতা বোরহান উদ্দিন মিঠুর এতে প্রধান অতিথি ছিলেন।

জাপা নেতা বোরহান উদ্দিন মিঠু বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠো গোল দিতে দেয়া হবে না। তিনি সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সনের এই দিনে উপজেলা প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন সূচনা করেন উল্লেখ করে জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত ভাবে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

রায়পুর উপজেলা জাপার সভপাতি আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, রায়পুর উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, পৌরসভার জাপা সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল বাহাদুর ও যুব সংহতির সভাপতি জসিম উদ্দিনসহ ইউপির সভাপতি ও সাধারন সম্পাদক।