Child dies after drowning in Raipur
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ জাহেদ হোসেন। সে উপজেলার চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝি বাড়ির দেলোয়ার হোসেন এর একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে জাহেদ এর মা রান্নার কাজে পাকঘরে ব্যাস্ত ছিলেন। এ সুযোগে জাহেদ ঘর থেকে বের হয়ে যায়। ১৫-২০ মিনিট পর জাহেদের মা রান্নাঘর থেকে বের হয়ে তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজি করতে গিয়ে রান্নাঘরের পাশে পুকুরের পাড়ে শিশুটিকে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।