Red Japanese Note 12:200-megapixel camera phone
আন্তর্জাতিক বাজারে এলো শাওমির রেডমি সিরিজের নতুন ফোন। নয়া এই ফোনের মডেল রেডমি নোট ১২ প্রো প্লাস।
রেডমি নোট ১২ সিরিজ চীনে লঞ্চ হয়েছে অক্টোবর মাসে। এই সিরিজের ফোন এবার অন্যান্য দেশের বাজারেও বিক্রির ঘোষণা দিয়েছে শাওমি।
রেডমি নোট ১২ সিরিজের টপ এন্ড ভ্যারিয়েন্ট রেডমি নোট ১২ প্রো প্লাস।
রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। শাওমি ১২ প্রো প্লাস ফোনে হাই স্পিডের চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে।