United draw with Chelsea in Ronaldo-less match

ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই মাঠে নতুন মোড়, গোল করে জয়ের সম্ভাবনা জাগাল চেলসি। তবে তখনও বাকি শেষের নাটকীয়তার।

অতিরিক্ত সময়ে নিশ্চিত হার থেকে দলকে ফেরালেন কাসেমিরো। এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ল ম্যানইউ।

চেলসির বিপক্ষে ম্যাচে নামার আগেই মাঠের বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল এক ভিন্ন রকম লড়াই। লড়াইটা কোচ এরিক টেন হাগের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর।

অবশ্য চেলসির বিপক্ষে ম্যাচে রোনালদোকে স্কোয়াডে না রেখে লড়াইটা জিতেছেন টেন হাগই। কিন্তু চেলসির বিপক্ষে মাঠের লড়াইয়ে আর জিততে পারলো না টেন হাগের ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করেও কাজের কাজ করতে পারেনি শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে বাদ দিয়ে খেলতে নামা ইউনাইটেড। বিরতির পর তাদের খেলায় গতিও কমে আসে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসি।