Bin Laden's group members arrested with weapons and bullets in Lakshmipur

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের স্থানীয় সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য হত্যাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক ও ১৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর বালাইশপুর গ্রামের শাহ আলমের ছেলে ও সম্প্রতি গোলাগুলিতে নিহত সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য। চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ৩টি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী জাহাঙ্গীর হত্যাসহ একাধিক মামলা আসামি। তার অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।