Cloth shop gutted in fire in Lakshmipur
লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এক কাপড়ের দোকান আগুনে পুড়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোর রাতে পৌরসভার পশ্চিম লাহারকান্দি এলাকায় খাঁগো মসজিদ সংলগ্ন ‘শাখাওয়াত টেইলর্স অ্যান্ড বস্ত্রালয়’ এ আগুন লাগে।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন জানান, ‘পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে। দোকানে থাকা আমার জায়গাজমির দলিল থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র ও পুড়ে গেছে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর-আগেই দোকানের সবকিছু পড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।’
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন-, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।