Chhatra League's joy rally in Lakshmipur
Staff Correspondent:
জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষন বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডাস ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে স্কীকৃতি প্রাপ্ত হওয়ায়, আনন্দ র্যালী করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
আজ সোমবার (৬ নভেম্বর) লক্ষ্মীপুর উত্তর তেমুহনী প্রেসক্লাবের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে এসে সমবেত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানাসহ জেলা ছাত্রলীগের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।