Police raid Jamaat office in Lakshmipur, 2 arrested
লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটকও করেছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গোপন সংবাদে শহরের দক্ষিণ তেহমুণী এলাকায় ওই অভিযান শুরু করে পুলিশ। পরে আবদুর রহমান (৫০) ও মো. সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ে সদর উপজেলার বাসিন্দা।
বিকেল পৌনে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসটি ঘিরে রেখেছেন।
অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ জিহাদি বই রয়েছে। পুলিশের অভিযান এখনও চলছে। এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে।