2 siblings tragically die in drowning in Lakshmipur

Staff Correspondent:
লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে তনু (৪) ও পিয়াস (৩) বছরের দুই ভাই বোনের করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরপলোয়ান গ্রামে। তারা উভয়ে সহোদর দিনমজুর হাসান চৌধুরীর সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর হাসান প্রতিদিনের মত তাদের বাড়ির পাশে তার দুই ছেলেমেয়েকে নিয়ে সুপারি বাগানে সুপারি পাড়তে যান। তিনি গাছে সুপারি পাড়ার কাজে ব্যস্ত থাকার ফাঁকে তনু ও পিয়াস বাগানের পাশে পুকুরে খেলা করতে যায়। তাদের না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে ২ শিশুর মৃত দেহ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার ২ শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
১০নং রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল আজম সুমন চৌধুরী শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, শিশুদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত।