Lakshmipur child lost his life in the game of rope!
লক্ষ্মীপুরের রায়পুরে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, রশি নিয়ে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আজ সোমবার বিকেলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানীবাড়ির দুলাল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করেন। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবার সূত্র জানিয়েছে, সাইফুল এ ঘটনা ঘটানোর কোনো কারণ নেই। ধারণা করা হচ্ছে, রশি নিয়ে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে মারা যায়।
ওসি শিপন বড়ুয়া জানান, ‘ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ’