Two brothers killed in road accident in Lakshmipur
Staff Correspondent:
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে সড়ক দুর্ঘটনায় হাসান ও হোসেন নামের দুই সহোদর ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (৮ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তাদের বাবার নাম পাওয়া যায়নি।
স্থানিয়রা জানায়, ওই দুই ভাই লক্ষ্মীপুর থেকে নতুন ফ্রিজ ক্রয় করে নিজেরা ভ্যান গাড়ী চালিয়ে বাড়ি ফেরার পথে জকসিন বাজারে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হয়।