Instructions to immediately report any untoward incident in educational institutions to the authorities
শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটলে সে বিষয়ে ব্যবস্থা নিতে করতে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।
সোমবার (৫ জুলাই) মাউশির নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে।
এগুলো কোনোভাবেই কাম্য নয়। লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনা সম্পর্কে অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদফতরকে অবহিত করছে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থাগ্রহণ করা অধিদফতরের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত ও দ্রুত অধিদফতরকে জানাতে হবে।
ad.hrm.dshe@gmail.com ই-মেইলে বিষয়গুলো জানাতে বলা হয়েছে।