Voting for six vacant seats may be scheduled for Sunday
সম্প্রতি দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সদস্যের আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। আর ভোট হতে পারে জানুয়ারির শেষের দিকে।
আগামী রোববার কমিশন সভা ডেকেছে ইসি। ইসির সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে চাপাইবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বিদেশে থাকায় তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগপত্র গ্রহণ হয়নি। আগামী ২০ ডিসেম্বর তিনি দেশে ফিরে সশরীরে পদত্যাগ করবেন।