England won in a salt storm
লাহোরে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে রীতিমত ঝড়ের বেগে উড়িয়ে জিতেছে ইংল্যান্ড। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্টের তান্ডবে সফরকারী দল ১৫ তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আট উইকেটের বড় ব্যবধানের জয়ে সিরিজে ৩-৩ ব্যবধানে সমতায় ফিরল ইংল্যান্ড। সিরিজ জয়ের মিশনে গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে বাবর আজমের ব্যাটে ভর করে ছয় উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। দলের হয়ে ৫৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন পাকিস্তান অধিনায়ক।
এ ম্যাচে অনন্য এক কীর্তিও গড়েছেন বাবর। আন্তর্জাতিক ট-টোয়েন্টিতে ৩০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইলি এবং স্যাম কারান। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ইংলিশ ওপেনাররা। ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান তুলে ইংল্যান্ড। ১২ বলে ২৭রান করে সাজঘরে ফিরেন ওপেনার অ্যালেক্স হেলস। অপর প্রান্তে থাকা ফিল সল্ট পাকিস্তানের বোলারদের একের পর এক বল বাউন্ডারি ছাড়া করছিলেন।
৪১ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ৮৮ রান করে অপরাজিত থাকেন সল্ট। আর তাতেই ৮ উইকেটে জয় পায় মঈন আলীর দল।