Bangladesh will take to the field at noon with the aim of winning the series

অসম্ভব সমীকরণকে সম্ভব করে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ। এবার লক্ষ্যটা সিরিজ জয়ের। ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি সাকিব-লিটনদের সামনে।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। মিরপুরের উইকেট ব্যাটিং নির্ভর হলেও এখানে স্পিনাররা সবসময় বাড়তি সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে দুই দলের কাছেই স্পিন বোলিং আক্রমণের মূল অস্ত্র হয়ে উঠতে পারে।

তাই আজকের ম্যাচে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাতে পারেন।