Pakistan wins toss, opts to field in Super Four

শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান। এরই মধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জয়ের লক্ষেই এমন সিদ্ধান্ত বাবর আজমদের। জিততে মরিয়া হয়ে খেলবে পাকিস্তান—এ কথা বলাই যায়।

কারণ জিতলেই ফাইনাল। হারলেও সুযোগটা থাকছে, তবে সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে।

আবার মেলাতে হবে সমীকরণও। পাকিস্তান নিশ্চিতভাবেই সেই সমিকরণের দিকে যেতে চাইবে না। আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল।