Managing Committee election of Jaynagar High School in Senbagh completed

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৮ ডিসেম্বর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ১ম আবুল কাশেম মানিক ২য় নূরনবী ৩য় আ. ফ. ম ফজলুল হক ৪র্থ নুরুল ইসলাম ।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আহম্মদ নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার। নব নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজবাগ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। উপস্হিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক বর্ষসেরা টপটেন মোঃ বদিউজ্জামান ( তুহিন) স্বদেশ কন্ঠ প্রতিদিন এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধি রিয়াজুল সোহাগ বিজবাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি ত্যাগী নেতা নজরুল ইসলাম ( খোকন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।