Bangladesh batting in the fight to reach the semifinals
টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই গ্রুপে দুই দলের পয়েন্টই চার। তাই ম্যাচটি যারাই জিতবে তারাই চলে যাবে আসরের শেষ চারে। আজকের ম্যাচে তিনটি পরিবর্তন আনা হয়েছে টাইগার একাদশে। শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে বাইরে রেখে দলে আনা হয়েছে সৌম্য, নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ , নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।