Mbappe's dominance in Spain, PSG in the quarter

সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে গোল শূন্য সমতা করে পিএসজি। ওই লিগ ম্যাচে প্রথমার্ধ শেষেই কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। এমবাপ্পে ডাগ আউটে না বসে স্যুট-বুট পরে লাউঞ্জে গিয়ে বসেন। বিষয়টি নিয়ে জলও ঘোলা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে পিএসজির শুরুর একাদশে থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু এমবাপ্পে শুধু একাদশে থাকলেও না, স্পেনে গিয়ে শুরুতেই লিখে দিলেন ম্যাচের ভাগ্য।

রিয়াল সোসিয়েদাদের মাঠ এনোয়েতায় ম্যাচের ১৫ মিনিটে গোল করেন রিয়াল মাদ্রিদে আসার জোর গুঞ্জন ওঠা ফ্রান্সম্যান। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলকে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবার গোল করেন তিনি। তবে শেষ সময়ে অর্থাৎ ৮৯ মিনিটে গোল খেয়ে ম্যাচটি ২-১ গোলে জেতে প্যারিসিয়ানরা।

দুই লেগ মিলিয়ে প্যারিসের দলটি ৪-১ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে। অথচ লুইস এনরিকের দলের গ্রুপ পর্ব পার হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ ষোলোর এই লড়াইয়ে দুই লেগে তিন গোল করলেন পিএসজির নাম্বার সেভেন।