Election of Lakshmipur Press Club in January 15
নিজস্ব প্রতিবেদক : আগামি ৩১ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশন গঠন করা হবে। ১৫ জানুয়ারির মধ্যে গোপন ব্যালটে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটে জয়ী হতে কৌশলে প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুরের কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতীতের সকল রাগ-অভিমান ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে একমত হন। এসময় পূর্বের আবেদনের প্রেক্ষিতে কয়েকজনকে প্রেসক্লাবের সদস্য করা হয়। তাদের নামও ঘোষণা করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হয়। এরমধ্যে রয়েছে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন, আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, ১৫ জানুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।
প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিনিধি হোসাইন আহাম্মদ হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এমএ মালেক, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক মো.কাউছার, মো. কামাল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক গাজী গিয়াস, এম জে আলম, মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাংবাদিক অধ্যাপক আজিজুল হক, মো. তৌহিদুর রহমান রেজা, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদাউস নয়ন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, এম এ মালেক, কামাল হোসেন, ইসমাইল হোসেন জবু, সাঈদ হোসেন নিক্সন ও সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
জেলাবাসীর স্বার্থে লক্ষ্মীপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রেসক্লাব জরুরী ছিল। দীর্ঘদিন পরে হলেও সবাই একমত হতে পেরেছি; আমাদের বন্ধন অটুট থাকবে।
প্রসঙ্গত, গত কয়েক বছর থেকে প্রেস ক্লাবের কমিটি নিয়ে অচলাবস্থা ও মামলাসহ নিজদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে ওই পরিস্থিতির অবসান হচ্ছে। সাংবাদিকদের এমন ঐক্যে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছে।