Wales will compete on the World Cup stage after 64 years

দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপ মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে ওয়েলস। ১৯৫৮ সালের কোয়ার্টার ফাইনাল খেলা দলটি এরপর অপেক্ষা করেছে পাঁচ যুগেরও বেশি সময়। তাই এমন এক ইতিহাসের জন্য সেরা দলই বেছে নিয়েছেন কোচ রব পেইজ। যে দলের তারকা ফুটবলার গ্যারেথ বেলের দিকে একটু বেশিই নজর থাকবে ভক্তদের।

ওয়েলসের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গ্যারেথ বেলের। ১০৮ ম্যাচে তিনি করেছেন ৪০ গোল। পায়ের ইনজুরিতে বেশ কিছুদিন দলের বাইরে থাকলেও গত শনিবার নিজ ক্লাব লস অ্যাঞ্জেলসের হয়ে মাঠে ফেরেন তিনি। দলের এমএলএস কাপ জয়ে গোল করে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ওয়েলসের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

ওয়েন হেনেসি (নটিংহ্যাম ফরেস্ট), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (স্টোক সিটি)

ডিফেন্ডার

নিকো উইলিয়ামস (নটিংহ্যাম ফরেস্ট), বেন ডেভিস (টটেনহ্যাম হটস্পার), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি), জো রোডন (টটেনহ্যাম হটস্পার), ক্রিস মেফাম (বোর্নমাউথ), ইথান অ্যামপাডু (স্পেৎসিয়া/চেলসি), ক্রিস গান্টার (এএফসি উইম্বলডন), কনর রবার্টস (বার্নলি), টম লকইয়ার (লুটন টাউন)

মিডফিল্ডার

অ্যারন রামজি (নিস), জো অ্যালেন (সোয়ানসি সিটি), হ্যারি উইলসন (ফুলহ্যাম), জো মরেল (পোর্টসমাউথ), ডিলান লেভিট (ডান্ডি ইউনাইটেড), রুবিন কলউইল (কার্ডিফ সিটি), জনি উইলিয়ামস (সুইন্ডন টাউন), ম্যাথু স্মিথ (মিল্টন কিনস ডনস), সোরবা থমাস (হাডার্সফিল্ড টাউন)

ফরোয়ার্ড

গ্যারেথ বেল (লস অ্যাঞ্জেলেস), ড্যান জেমস (ফুলহ্যাম/লিডস ইউনাইটেড), কিফার মুর (বোর্নমাউথ), মার্ক হ্যারিস (কার্ডিফ সিটি), ব্রেনান জনসন (নটিংহাম ফরেস্ট)।