Joyful procession in Kamalnagar in recognition of March 7 speech
Lakshmipur:
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে কমলনগর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ্যাসিলেন্ড অজিত দেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নুরুল আমিন, সাধারন সম্পাদক এডভোকেট একেএম নুরুল আমিন রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীমুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে মাধ্যমে আনন্দ শোভাযাত্রা বের হয়ে। আনন্দ শোভাযাত্রা শেষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭ই মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও বেলা ১২টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা, কুইজ ও সাধারন জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।