কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত একজন
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সায়েদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
গতকাল রোববার (২০ নভেম্বর) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সায়েদ উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফোরকানিয়া এলাকার খেবু মিস্ত্রির ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেলে আবু সয়েদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রামগতি সড়কের ফোরকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা ছিঁড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিছিন্ন পাসহ নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।