নিখোঁজের ২ দিন পর কালিগঙ্গা নদীতে মিলল স্কুলছাত্রীর লাশ

মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সামিয়া ইসলাম। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া সেখানে যায়নি। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হলেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে তার পরিবার জানতে পারে, পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুল ব্যাগ পড়ে রয়েছে। পরে পরিবারের লোকজন স্কুল ব্যাগটি নিয়ে আসেন। এ ঘটনায় সদর থানায় নিখোঁজের বিষয়ে জিডি কর হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, সোমবার সকালে কুশেরচর এলাকায় নদীতে সামিয়ার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।