বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশঃ

Spread the love

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করে দিবসটির সূচনা করা হয়।
সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ ককর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, দেলোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা জবা পাল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পূর্বে ১৪ ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...