বেশিরভাগ যুদ্ধই মুসলিম বিশ্বে, তুরস্কের একতার আহ্বান

প্রকাশঃ

Spread the love

বিশ্বের বেশিরভাগ যুদ্ধ সংগঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার  সদস্য দেশগুলোর মধ্যে। বিশ্বব্যাপী সংঘাত ও চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। বন্যা কবলিত পাকিস্তান ও নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার নিউইয়র্কে ইসলামি ব্লকের বার্ষিক সমন্বয় সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব বর্তমানে কম নিরাপদ এবং আরও অনিশ্চিত হয়ে পড়েছে। দুই বিলিয়নেরও বেশি মানুষ সংঘাতপূর্ণ অঞ্চলে বাস করে এবং দুর্ভাগ্যবশত প্রায় এর ৬০ শতাংশ সংঘাত ওআইসিভুক্ত দেশগুলোতে হচ্ছে।’

ভয়াবহ বন্যার শিকার হওয়া পাকিস্তানের প্রতি সমবেদনা জানান তিনি। বন্যায় ৩ কোটি ৩০ লাখ পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে কমপক্ষে ১,৫৭৬ জন মারা গেছেন এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি এবং ফসল ধ্বংস হয়েছে। এরই মধ্যে বড় ধরনের সহযোগিতা পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক। কাভুসোগলু বলেন, ‘তুরস্ক এবং তুর্কি জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তান এবং পাকিস্তানি ভাই ও বোনদের সমর্থন অব্যাহত রাখবে।’

ফিলিস্তিনের বিষয়ে কাভুসোগলু বলেন, ‘আঙ্কারা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাইছে এবং তুরস্ক ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং জেরুজালেমকে এর রাজধানী হিসেবে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...