রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি

প্রকাশঃ

Spread the love

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিলে বাংলা বাজার থেকে মমিনপুর মাদ্রাসার পাকা রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের বাংলাবাজার টু মমিনপুর মাদ্রাসা সড়কের নির্মান (পাকা) কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে এইচ এম ইব্রাহীম এমপি বলেন, আমি মমিনপুর বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এ রাস্তাটার ব্যাপারে। দীর্ঘদিন পরে হলে ও আমি মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। তিনি বলেন, সরকারি একটা বরাদ্দ এনে একটি প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগে। মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারায় আজ আনন্দ বোধ করছি বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১ নং সাহাপুর ইউনিয়নের উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার কাজ করা হয়েছে বলে এইচ এম ইব্রাহিম এমপি মন্তব্য করেন।

তিনি বলেন, এ রাস্তাটির পর সাহপুর ইউনিয়নের কাঁচা রাস্তার কাজ শেষ। আর সামান্য একটু কাঁচা রাস্তা রয়েছে মমিনপুরের শেষ সীমানায়। কোনভাবে সম্ভব হলে আমি আমার দায়িত্ব পালন কালে এটুকু করে দিব। আর না হলে পরবর্তীতে করতে হবে।

রাস্তার পাকা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা ইকবাল রিপন।

উপস্থিত ছিলেন সোমপাড়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রহমান মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল হোসেন রাশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...