নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আমরা নিজেরাই দুর্নীতি করে অন্যের সমালোচনা করি। দুর্নীতি না করার জন্য অন্যকে সচেতন করি। কিন্তু আমি নিজে সচেতন হয়না। তাই আমি নিজে যদি প্রতিজ্ঞা করি অন্য যে কেউ দুর্নীতি করুক আমি করব না, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, আমার কাজ আমি করব, আমার দেশ আমি গড়বো।
আজ (০৯ ডিসেম্বর) শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
এসময় উদাহরণ দিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে ফরমালিন যুক্ত মাছ বিক্রেতা ফলের দোকানে গিয়ে বলে ফলে কোন ভেজাল নেইতো? আবার ভেজাল ফল বিক্রেতা ফার্মেসীতে গিয়ে বলে ঔষদের মেয়াদ ও কোম্পানি ভালোতো? ভেজাল ঔষদ বিক্রেতা থানায় মামলা করতে গিয়ে বলে এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না। ঠিক তেমনি থানার পুলিশ পেশাগত কাজে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে কিছু পথ যাওয়ার পরে ভেজাল তেলের কারনে গাড়ি বন্ধ হয়ে গেছে। এভাবেই আমরা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত।
তাই আমরা নিজেরাই যদি আগে সচেতন হয় তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে, দেশ দুর্নীতি মুক্ত হবে, স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয় আয়োজিত এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও শপথ বাক্যপাঠ করানো এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।
নিজেরা সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব : লক্ষ্মীপুরের পুলিশ সুপার
প্রকাশঃ
সর্বশেষ
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...
নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...
মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...
বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...
সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...








