রতন টাটায় ‘রত্ন’ হারাল ভারত, টেন্ডুলকার–রোহিতদের শোক

প্রকাশঃ

Spread the love

ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন রতন টাটা। তিনি ছিলেন দেশটির অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।

‘লবণ থেকে সফটওয়্যার’—সবই আছে টাটা গ্রুপের শিল্পে। ভারতীয় ক্রিকেটের সঙ্গেও জড়িয়ে আছে টাটা গ্রুপের নাম। ১৯৯৬ সালে টাইটান কাপ দিয়ে যে পথচলার শুরু হয়। টাইটান কাপের মূল স্পনসরশিপ ছিল টাটা গ্রুপের।

ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শচীন টেন্ডুলকারের ভারত। তবে নব্বই দশকের শেষ দিকে ফিক্সিং বিতর্ক শুরুর পর ভারতীয় ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেন রতন টাটার নেতৃত্বাধীন টাটা গ্রুপ।

তখন আইপিএলের সঙ্গে চার বছরের জন্য ২৫০০ কোটি রুপির চুক্তি হয় কোম্পানিটির। অর্থের হিসাবে যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আইপিএলে সাফল্যের পর উইমেন্স প্রিমিয়ার লিগও শুরু করে বিসিসিআই। ২০২৭ সাল পর্যন্ত এই টুর্নামেন্টেরও টাইটেল স্পনসর টাটা গ্রুপ।

ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গে দারুণ সখ্য ছিল রতন টাটার। সে কারণে তাঁর মৃত্যুতে ভারতের ক্রিকেটারদের মধ্যেই শোকের ছায়া নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে নিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘জীবন ও মৃত্যুতে মি. রতন টাটা পুরো জাতিকে আন্দোলিত করে গেছেন। তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে আমি ভাগ্যবান। যাঁরা তাঁর সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারেননি, তাঁরা আজ আমি যতটা আক্ষেপে ভুগছি, ততটাই আক্ষেপে ভুগছেন। তাঁর প্রভাব ছিল এতটাই।’

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা এক্সে লিখেছেন, ‘মানুষটির হৃদয় যেন সোনা দিয়ে মোড়ানো। স্যার, বাকিদের ভালো রাখতে সত্যিকার অর্থেই নিজের জীবন কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল মনে রাখা হবে।’

ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ এক্সে লিখেছেন, ‘আমরা ভারতের সত্যিকার এক রত্ন হারিয়েছি, শ্রী রতন টাটাজি। তাঁর জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার, তিনি আমার হৃদয়ে বেঁচে থাকবেন।’

ভারতের সাবেক উইকেটকিপার দীনেশ কার্তিক লিখেছেন, ‘শান্তিতে ঘুমান, ভারতের আইকন। অনেকের রোল মডেল, পুরো জাতির অনুপ্রেরণা। মি. রতন টাটা আপনার উত্তরাধিকার চিরকাল টিকে থাকবে।’

image_pdfimage_print

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দুই হামলায় নানা মিল, যোগসূত্র খুঁজছে এফবিআই

0
যুক্তরাষ্ট্রে নতুন বছরটা শুরু হলো রক্তপাত দিয়ে। ঘড়ির কাঁটার হিসাবে ২০২৫ সালের প্রথম ২৪ ঘণ্টায় দেশটিতে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন...

বিসিএসে নিয়োগ: পুরোনো ধারায় ২২৭ জন বাদ

0
আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ করা অনেক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছিলেন। এই বঞ্চিতদের মধ্য থেকে ২৫৯ জনকে...

আরও তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

0
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এ নিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত ১৭...

হামাস-হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে: হুঁশিয়ারি ইসরায়েলের

0
মধ্যপ্রাচ্যে ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই...

হানিফ উড়ালসড়কে কামরুল হত্যাকাণ্ডে দুই কিশোর গ্রেপ্তার

0
রাজধানীর সায়েদাবাদে হানিফ উড়ালসড়কে কামরুল হাসান (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা...