লক্ষ্মীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

প্রকাশঃ

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পেশাগত দ্বায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক খবর ও স্থানিয় দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক সাবেক জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন জবু’র বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন হয়রানি মূলক মামলা দায়ের করা অভিযোগ উঠেছে সদর উপজেলার আইটিয়াতলী গ্রামের ধনগাজী হাওলাদার বাড়ীর হাজী নুরুল ইসলামের বখাটে পুত্র মহিউদ্দিন সুমনের বিরুদ্ধে।

জানা যায়, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮৮নং আটিয়াতলী মৌজার ৪ খতিয়ান ভূক্ত ৮০৪ দাগে ১৩ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। এসময় ইসমাইল হোসেন জবু সহ কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তাঁরা ক্যামেরায় ছবি ধারন করলে সুমন ক্ষীপ্ত হয়ে উঠে একপর্যায়ে সে মারমূখী হয়। এসব ঘটনা যাতে সংবাদ প্রকাশ করা না হয় সেজন্য সে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সুমন বিরুদ্ধে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকার অসহায় নিরিহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মালা দিয়েও হয়রানি করছে এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাংবাদিক ইসমাইল হোসেন জবু জানান, সন্ত্রাসী সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের জমি জবর দখল করতে যায়। এসময় আমার সাথে কয়েকজন সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমি জবর দখলে ছবি ধারন করায় ঘটনা ধামাচাপা দিতে সুমন ক্ষীপ্ত হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ৮/১০টি মামলা রয়েছে। তাছাড়া মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সে। এ বিষয়ে সুষ্ঠ তদন্তের করে প্রকৃত ঘটনা উদঘাটন করে সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান এ সাংবাদিক।

এবিষয়ে সুমনের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...