বলিউড তারকা অদিতি রাও হায়দরি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ সূর্যনারায়ণ রাজস্থানের বিষাণগড়ে অবস্থিত আলিলা দুর্গে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান করেছেন। এর আগে তাঁরা গত ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানার ৪০০ বছরের পুরোনো মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিন বছরের প্রেম শেষে। আজ বুধবার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের ইনস্টাগ্রামে ছবিগুলো তুলে ধরেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এবারের বিয়ের সাজ03পোশাকের বিস্তারিত।
অদিতির বিয়ের পোশাকটি সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশন আর্কাইভের। অর্গানজা ওড়নার সঙ্গে সিল্কের টেক্সচারড লেহেঙ্গা পরেন তিনি। সিদ্ধার্থ বেছে নেন সব্যসাচীর আইভরি রঙের শেরওয়ানি ও সিল্কের চুড়িদার। সঙ্গে ছিল এমব্রয়ডারি করা অর্গানজা শাল। গয়না হিসেবে পরেন সাদা মুক্তার কয়েক ছড়ার মালা
অদিতির গয়না ছিল বেশ ছিমছাম। ঐতিহ্যবাহী কুন্দনের চোকার, দুল, হেডব্যান্ড এবং নাকের নথেই পূর্ণতা পায় বউসাজ।15