অসহায় বৃদ্ধার পাশে লক্ষ্মীপুরের এসপি, বৃদ্ধার দোয়ায় মুগ্ধ

প্রকাশঃ

Spread the love

জুনাইদ আল হাবিব-

সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো….

এ আমার পরম দোয়া

অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে।

অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব করে দিলো।
চোখের জলে বুড়োবুড়ির আকুনি মিনতি পুলিশ সুপারের অফিসে।

দায়িত্ব দেয়া হলো ডিবিকে।নির্দেশ দেয়া হলো এ অন্যায়ের বিরুদ্ধে কিছু করার।বয়স্ক এ মানুষ আজ পথে পথে দিশেহারা।নিরলস পরিশ্রম আর আন্তরিকতায় আজ সেই তারা তাদের অসহায়ত্বের অবসান করে দিলো ডিবি।

মেয়ে জামাই আর প্রিয় সেই বয়স্ক বুড়ো বুড়িকে নিয়ে আমার রুমে অনেক কথা বললাম।বিদায় জানিয়ে বললাম,
“আপনারা ভালো থাকুন।খুব ভালো লাগলো আপনি শান্তি পাচ্ছেন”।

আমার কথায় যেন সত্যিই তিনি শান্তি পেলেন।মুখ ঢাকা বয়স্ক মুরুব্বি ঐ মায়ের দুচোখ যেন ছল ছল করছিলো আমার কথা শুনে।মনে হলো কি যেন বলবেন।দরজা খুলে চলে গেলো।

তারা চলে গেল।মনে মনে একটা আফসোস হলো।ভাবলাম,ইস্ ঐ বয়স্ক মুরুব্বী মহিলার কাছ থেকে যদি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া নিতে পারতাম।এটি ভাবতেই দরজার খুলেই অডার্লি সোহেল বললো,

— স্যার,ঐ মুরুব্বি মহিলা আপনাকে একটু দোয়া করতে চায়….
— কি যে ভালো লাগলো আমার!

মনে মনে এটিই চেয়েছিলাম।
হে আল্লাহ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করলে।সত্যিই তুমি মহান

মনের আনন্দে নিজ আসন থেকে উঠে টেবিলের সামনে এগিয়ে এলাম।মাথা বাড়িয়ে দিলাম।মাথায় হাত রেখে দোয়া করলেন।কি যে ভালো লাগলো….

এমন মানুষের ভালবাসা আর দোয়া পাওয়া এক সৌভাগ্যের।তিনি আমার রক্তের কেউ না,কিন্তু তিনি যেন তারও চেয়ে অনেক বড় সম্পর্কের।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...