রামগঞ্জ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্ময় সভা স্থগিত

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা পরিষদের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে চলতি মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভা স্থগিত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী অনুস্থিত থাকার কারনে ইউপি চেয়ারম্যানদের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এ সভা স্থগিত করেন। এ ছাড়াও ইউপি চেয়ারম্যানরা উন্নয়ন কাজে তাঁদের সাথে সমন্বয় না করার অভিযোগ ও এডিপির ৭৪লাখ টাকা ফেরত যাওয়ার কারন তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে গত আগষ্ট,সেপ্টেম্বর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেননি।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি অনুযায়ী আজ বুধবার ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সভা শেষে মাসিক সমন্বয় সভা শুরুতে ইউপি চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের অনুস্থিতির বিষয়টি জানতে চান এবং আজকের সভা স্থগিতের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা স্থগিত করে দেন।

দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান বিগত চার বছর যাবত এডিপি, জাইকা ও বিশেষ উন্নয়ন বরাদ্ধের অর্থ ব্যয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে কোন সমন্বয় করেননি। গত ২০২১-২২ অর্থ বছরের এডিপি ৭৪ লাখ টাকা উপজেলা চেয়ারম্যান বেআইনি ভাবে নিজের একাউন্ডে রাখে। পরে ওই উন্নয়নের ওই টাকা সরকারী খাতে ফেরত যায়। এতে রামগঞ্জবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়। এজন্য আজকের সভায় সকল ইউপি চেয়ারম্যানরা এসব বিষয় উপস্থাপনের কথা জানতে পেরে তিনি কাউকে না জানিয়ে সভায় উপস্থিত হয়নি। এ জন্য সভা স্থগিত করা হয়েছে। এ ছাড়াও আমরা ইউপি চেয়ারম্যানরা পূর্বের আগস্ট ও সেপ্টেবর মাসের সভার রেজুলেশনে স্বাক্ষর করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, মাসিক উন্নয়ন সমন্বয় সভার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনুস্থিত থাকার কারনে উপস্থিত সদস্যদের সিন্ধান্ত অনুযায়ী সভা স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান অনপুস্থিত থাকার বিষয় আমাকে কিছ’ বলেননি,তবে শুনছি ওনি অসুস্থ।
উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চেীধুরীর মোবাইলে কল দিলে ওনার স্ত্রী রিসিভ করে জানান, চেয়ারম্যান অসুস্থ অবস্থায় ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...