রামগতিতে নকলের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিলেন ইউএনও

প্রকাশঃ

Spread the love

পল্লীনিউজ ডেস্ক :

আসন্ন জেএসসি এবং জেডিসি পরীক্ষা ‘ ২০১৭ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের সাথে এক মতবিনিময় সভায় নকলসহ পরীক্ষায় সকল ধরনের অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও সতর্কবার্তা দিলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলেকজান্ডার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, রামগতিতে সম্পূর্ণ নকলমুক্ত এবং সকল ধরনের অসদুপায়মুক্ত পরিবেশে এবারের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন পরীক্ষার্থী নকল বা অন্য কোন অসদুপায় অবলম্বন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ(অপরাধ) নিয়ন্ত্রণ আইন’১৯৮০ অনুসারে সরাসরি ব্যবস্থা নেয়া হবে। শুধুমাত্র পরীক্ষার্থীই নয়, কোন শিক্ষক বা অন্য কেউও যদি কোন পরীক্ষার্থীকে নকল বা অন্য কোন অসদুপায় অবলম্বনে সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উপস্থিত শিক্ষকদেরকে হুঁশিয়ার করে দেন।

এছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেনা মর্মে তিনি ঘোষণা করেন। এ সময় তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকল শিক্ষক এ বছর সম্পূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করবেন মর্মে ইউএনও’কে আশ্বাস প্রদান করেন।

image_pdfimage_print

সর্বশেষ

ইসরায়েলি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ৫২ দেশ

0
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ...

ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা

0
ভালোবাসায় আগ্রহ হারিয়ে ফেলছে জাপানের কিশোর-কিশোরীরা। এতে জন্মহার কমে বড় ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি জাপান সোসাইটি ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে একটি...

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের

0
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা...

আমি খুব আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের...

ট্রাম্প ১৬২ ও কমলা পেয়েছেন ৬২ ইলেকটোরাল কলেজ ভোট

0
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...