নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী দীঘির দ্বন্দ্বের কথা হয়তো অনেকেরই মনে আছে। দুজনই দুজনকে নিয়ে নানা কথা বলেছেন। বছর পার হতে না হতেই দুজনকে একসঙ্গে দেখা গেল। রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’ দেখতে ছুটে গিয়েছিলেন দীঘি। এতে অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি রাফী ও দীঘির দ্বন্দ্ব মিটে গেল?
রাফী ও দীঘির দ্বন্দ্ব তখন বেশ আলোচনায় ছিল। নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দীঘি। লিখেছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিকসের শিকারও হয়েছেন। আর তাঁকে একটি সিনেমায় নেওয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রাফী। অভিনেত্রী দীঘির এই অভিযোগ ওই সময় নাকচ করে ‘তুফান’খ্যাত নির্মাতা বলেছিলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। তার অর্থ এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’
শুধু কি তাই? দীঘিকে পরামর্শ দিয়ে রাফী তখন বলেছিলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে, বিষয়টি এমন নয়। অন্যরা কেন তাকে বাদ দিল? তাহলে অবশ্যই ঘাটতি রয়েছে তার।’
এ ঘটনার পর কখনো রাফী ও দীঘিকে একসঙ্গে বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এবার অতীতের সেই দ্বন্দ্বের অবসান হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। নতুন একটি সিনেমার অনুষ্ঠানে রাফীর নির্মাণের বেশ প্রশংসা করেন দীঘি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছবিটি সম্পর্কে কথা বলার সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, রাফীর সিনেমায় কবে দেখা যাবে তাঁকে? জবাবে দীঘি বলেন, ‘সেটি তো রাফীই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কখনো কাজ করতে সমস্যা নেই।’