দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান জানিয়েছিলেন গত বছর ২৭ সেপ্টেম্বর মাসে তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়। পেজটি উদ্ধারের জন্য নিয়েছিলেন আইনের আশ্রয়ও। দীর্ঘ পাঁচ মাস পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘অঞ্জনা’খ্যাত এই গায়ক। অবশেষে ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন মনির খান। গত ২ মার্চ ভেরিফায়েড পেজটি বুঝিয়ে দেওয়া হয় মনির খানকে।
এরপরই এই গায়ক একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষ ফেসবুক পেজটি হ্যাকারের কবল হতে মুক্ত হলো। দুষ্টচক্রের হাত থেকে অবশেষে রক্ষা পেলাম। হ্যাক হওয়া ভেরিফায়েড পেজটি ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। পেজটি রিকভারি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’
এ গায়ক আরও লিখেছেন, ‘এখন থেকে আমার দর্শক-শ্রোতারা আবারও নিয়মিত নতুন গানের আপডেট পাবেন। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পরব।’
মনির খানের এই ফেসবুক পেজটিতে ২০ লাখের বেশি মানুষ অনুসরণ করছেন। এ ছাড়া ইউটিউবে তাঁর ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামে দুটি চ্যানেল রয়েছে। দুটো চ্যানেলেই নিয়মিত নতুন গান প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।