শাকিব খান প্রেক্ষাগৃহে ঈদুল আজহায় মুক্তি পায় ‘তুফান’। দেশ–বিদেশে শাকিব খান অভিনীত ছবিটি নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। এ মাসের মাঝামাঝি শুরু করছেন ‘বরবাদ’ ছবির শুটিং। তার আগেই দেশ–বিদেশের ভক্তদের জন্য সুখবর দিলেন এই ঢালিউড তারকা। ফেসবুক পোস্টে বলেন, ‘দরদ’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন পরিচালিত ছবিটি এরই মধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যদের কাছ থেকে অনুমতি পেয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘“দরদ” ভরা ভালোবাসা নিয়ে সে আসছে…।’
অভিনয়শিল্পী দীপা খন্দকার এই স্থিরচিত্রটি তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি নিজেই আমার সুখের উৎস।’”
চিত্রনায়ক সিয়াম আহমেদ সর্বশেষ ‘জংলি’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটি গেল ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় মুক্তি পায়নি। নতুন কোনো ছবিতে শুটিংয়ের খবর এর মধ্যে পাওয়া না গেলেও বিজ্ঞাপনচিত্রে কাজের খবর দিয়েছেন। এই তারকা আজ এই স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আবার…।’
অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই বিয়ের দুই দশক পার করছেন। আজ দুজনের এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘দুই যুগ একসঙ্গে জীবনের পথ পাড়ি দেওয়া। আর দুই দশক বিবাহিত জীবনযাপন। একসঙ্গে পথচলাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আর মানুষ অভ্যাসের দাস। শুভ ২০তম বিবাহবার্ষিকী মোশাররফ।’
অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, ‘মানুষের জীবনে চাওয়ার শেষ নেই…। চাইতে চাইতে আমরা ভুলে যাই, আমাদের লিমিট কতটুকু। সামর্থ্যর মধ্যে থাকলে সেই চাওয়া পূরণ করা সম্ভব, তার বাইরে গিয়ে তো কিছু করা সম্ভব না।’